মেরিন ড্রাইভ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১৫, ২০২১

মেরিন ড্রাইভ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ


 


জেলা প্রতিনিধিঃ


কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে মেরিন ড্রাইভের কচ্ছপিয়া এলাকার কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাহারছড়া শামলাপুর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানায়, সকালে বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের পশ্চিমে মেরিন ড্রাইভ সড়কের কালভার্টের নিচে লাশটি পাওয়া যায়। স্থানীয় কয়েকজন লাশটি দেখে পুলিশে খবর দেয়।


বাহারছড়া শামলাপুর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, পাঞ্জাবি-পাজামা পরা লাশটির কোথাও ক্ষতচিহ্ন নেই। তবে নাকে-মুখে রক্ত বের হওয়ার চিহ্ন রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here