সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ উপজেলা হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা শিক্ষা অফিসার নিয়ামত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়েরসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। প্রত্যেক শিক্ষক শিক্ষার্থীদের মাস্ক ব্যাবহার বাধ্যতামূলক করতে হবে।