ফরিদপুরে পিকেএসএফ-এর শিক্ষাবৃত্তি প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ০৭, ২০২১

ফরিদপুরে পিকেএসএফ-এর শিক্ষাবৃত্তি প্রদান



স্টাফ রিপোর্টার, ফরিদপুর :
পল্লী প্রগতি সহায়ক সমিতির উপকারভোগী সদস্যদের সন্তানদের তথা মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। ফরিদপুর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে এই বৃত্তি প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের আলীপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির হল রুমে এ বৃত্তি প্রদান করা হয়।

পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃত্তি প্রদান করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুল আলম।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক অর্থ মো: ওয়াজেদ আলী, পরিচালক কার্যক্রম মো: আকরাম হোসেন, জোনাল ম্যানেজার শেখ মিজানুর রহমান।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে ৩১জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩লাখ ৭২হাজার টাকা প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here