কপালে বসানো ১৭৫ কোটির হিরে,লাইভ শোয়ে কপাল কেটে ছিনিয়ে নিলেন ফ্যানেরাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১

কপালে বসানো ১৭৫ কোটির হিরে,লাইভ শোয়ে কপাল কেটে ছিনিয়ে নিলেন ফ্যানেরাই



 

বিনোদন ডেস্কঃ


কপালের ঠিক মাঝখানে অস্ত্রোপচার করে বসানো গোলাপি রঙের হিরে। যার দাম ১৭৫ কোটি টাকা। শখ করেই ওই হিরে কপালে বসিয়েছিলেন আমেরিকার র‌্যাপার লিল উজি ভার্ট। তাঁর এই শখের জন্য সংবাদের শিরোনামেও এসেছেন। কিন্তু এ বার সেই হিরেই কপাল কেটে ছিনিয়ে নিলেন ফ্যানেরা। রক্তাক্ত হলেন র‌্যাপার। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।


সম্প্রতি মায়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে শো করতে গিয়েছিলেন লিল। শো করার সময় তিনি যখন মঞ্চ থেকে দর্শকদের মাঝে নেমে আসেন, তখনই তাঁকে ঘিরে ধরেন ভক্তরা। অভিযোগ, তাঁদের মধ্যে থেকেই কেউ তা চুরি করে নিয়েছেন।



 

লিল আরও জানিয়েছেন, এই মহামূল্যবান হিরে কেউ যাতে চুরি করতে না পারে সে জন্যই কপালে বসিয়েছিলেন তিনি। লিল বলেন, “২০১৭ সালে এই হিরেটি চোখে পড়ে। তার পর থেকেই হিরেটি কেনার সিদ্ধান্ত নিই। ১৭৫ কোটি টাকায় সেটি গয়না ডিজাইনার ইলিয়ট এলিয়েন্টের কাছ থেকে কিনে নিই।”


গত ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করে কপালে হিরেটি লাগিয়েছেন লিল। ১১ ক্যারেটের হিরেটির বিমাও করিয়েছিলেন।



 

সূত্রঃ আনন্দবাজার

Post Top Ad

Responsive Ads Here