চীন প্রকৌশলীসহ দুজনকে মারধরের অভিযোগ উঠেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৪, ২০২১

চীন প্রকৌশলীসহ দুজনকে মারধরের অভিযোগ উঠেছে


 


জেলা প্রতিনিধিঃ


বাগেরহাটের মোংলায় চীন প্রকৌশলীসহ দুজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোংলা থানায় মামলা হয়েছে।

সোমবার রাতে মামলাটি করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) ও ইনার বার ড্রেজিং প্রকল্পের পরিচালক শেখ শওকত আলী।


বন্দর কর্তৃপক্ষ জানায়, কাজের তদারকিতে সোমবার বেলা ১১টার দিকে কোলাবাড়ী এলাকায় যান মোংলা বন্দরের ইনার বার ড্রেজিং প্রকল্পের খনন কাজে নিয়োজিত চীনা প্রকৌশলী মি. অং ইয়াও ও সাইড ইঞ্জিনিয়ার তন্ময়। ওই সময় তাদের ওপর হামলা চালান সেখানকার কতিপয় জমির মালিক।


হামলাকারীরা ওই দুই প্রকৌশলীকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর হওয়ায় তন্ময়কে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর চীনা প্রকৌশলী অং ইয়াও মোংলার চীনা প্রজেক্টে চিকিৎসাধীন রয়েছে

বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে খুলনায় পাঠানো হয়েছে। আরেকজন মোংলার চীনা প্রজেক্টে চিকিৎসাধীন। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেবে প্রশাসন।


মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতে মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Post Top Ad

Responsive Ads Here