জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে ভুক্তভোগী। পরে ধর্ষণের শিকার কিশোরীর মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত কিশোর রিফাত শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ভুক্তভোগী কিশোরী। এর আগে, শনিবার তাকে ধর্ষণ করে অভিযুক্ত প্রেমিক। সোমবার সকালে ধর্ষণের ঘটনায় মামলা করেন মেয়েটির মা। মামলার পরপ রই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। পরে জামিন পায় সে।
রিফাতের বয়স কম দেখিয়ে আদালতে তোলা হয়েছিল। এ কারণে তার জামিন হয়েছে। এখন সে ওই কিশোরী ও তার পরিবারের ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ভুক্তভোগীর স্বজনরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে অভিযুক্ত কিশোরের এক বছরের প্রেম।। শনিবার সকালে প্রেমিক তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ওইদিন বিকেলে স্বজনরা বিষয়টি জানতে পেরে ওই কিশোরকে নিজ বাড়িতে নিয়ে যান। পরে ধর্ষণের শিকার কিশোরী বাড়ি ফিরে বাবা-মাকে সবকিছু খুলে বলেন। পরে তার মা থানায় মামলা করেন।
শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে সে জামিনে বের হয়ে আসে।