সময় সংবাদ ডেস্কঃ
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিন ( র্যাব)।
এ বিষয়ে র্যাব সদর দফতরে সাংবাদিকদের র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন কথা বলেছেন।
তিনি বলেন, ইভ্যালির একজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। সেখানে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে রাসেলের বাসায় অভিযান চালিয়ে ইভ্যালির সিইও এবং চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।
খন্দকার আল মঈন আরো বলেন, ভুক্তভোগীর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থা এ বিষয়টি নিয়ে কাজ করছেন। তারা নিশ্চয়ই একটি ব্যবস্থা করবেন। গ্রাহকরা যাতে অর্থ ফেরত পান নিশ্চয়ই একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের জিজ্ঞেসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদে নতুন কিছু পেলে শুক্রবার জানিয়ে দেওয়া হবে।