নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৪, ২০২১

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ


 


জেলা প্রতিনিধিঃ



দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে মোছাঃ সবিতা বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।


মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত-রাতে উপজেলা ভাদুরিয়া ইউনিয়নের ধিয়াস- তেঘরা গ্রামে এ ঘটনা ঘটে।


গ্রাম ও পারিবারিক সূত্রে জানা যায়, তেঘরা গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ বিল্লা মিয়ার স্ত্রী সবিতা বেগম প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ১০ টার দিকে রাতের খাবার শেষে নিজের ঘরে ঘুমাতে যায়। অপর দিকে বিল্লা মিয়া রাতের খবার শেষে মাছ শিকার করতে যায়। রাত ২ টায় মাছ শিকার শেষে বাসায় ফিরে স্ত্রীকে ডাকে। কিন্তু তার স্ত্রী দরজা না খোলায় বিল্লা মিয়ার চিৎকারে এলাকার লোকজন জরো হয়। ঘরের দরজার ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন সবিতা ঘরের বর্গার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন। এমনতাবস্তায় পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করেন।


নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ওই গৃহবধূর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here