বিএনপি নেত্রী শ্যামা ওবায়েদের বিচারের দাবীতে সালথায় বিক্ষোভ মিছিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ০৭, ২০২১

বিএনপি নেত্রী শ্যামা ওবায়েদের বিচারের দাবীতে সালথায় বিক্ষোভ মিছিল





সালথা (ফরিদপুর) প্রতিনিধি : 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে নিয়ে কুটুক্তি করার অভিযোগে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।


আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতৃ‌ত্বে মঙ্গলবার (৭‌ সে‌প্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন ক‌রে সালথা সদর বাজারে এসে শেষ হয়। পরে সদর বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


বি‌ক্ষোভ মি‌ছিল ও প্রতিবাদ সভায় উপ‌স্থিত ছি‌লেন, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান, যুবলীগ নেতা সোহেল মাহমুদ সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় শ্যামা ওবায়েদ ইসলাম রিংকুকে জাতির কা‌ছে ক্ষমা চাইতে বলেন। এছাড়াও সরকারের কাছে তাকে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান।

Post Top Ad

Responsive Ads Here