মাদক বিক্রির সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

মাদক বিক্রির সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম


 


সময় সংবাদ ডেস্কঃ


ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মাদক বিক্রির সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের পাশে মাদক বিক্রির সময় তাদের ধরা হয়। পরে তাদেরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। 


প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী ডেইলি বাংলাদেশকে বলেন, প্রথমে দেখেই বুঝতে পেরেছি এরা মাদক বিক্রি করতে এসেছে। আমরা তাদের ফলো করি, এক পর্যায়ে তারা আমাদের কাছেও মাদক বিক্রির জন্য জিজ্ঞেস করে ‘লাগবে নাকি’। তখন আমরা প্রক্টর টিমকে ফোন দিই এবং কিছুক্ষণের মধ্যে প্রক্টরিয়াল টিম চলে এসে তাদের গ্রেফতার করে নেয়। পরে তাদের পুলিশে দিয়ে দেয়া হয়। 


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমাদের এক ছাত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রক্টরিয়াল টিমকে পলাশিতে পাঠাই। সেখানে অভিযান চালিয়ে দুজনের কাছ থেকে ১২টি মাদকের ছোট প্যাকেট পাওয়া যায়। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। 

শাহবাগ থানায় ওসি মওদুদ হাওলাদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পাঠানো তথ্যে আমরা পলাশি অভিযানে যাই। সেখান থেকে দুজন মাদক বিক্রেতাকে মাদকসহ আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন নারীও ছিল। মাদক বিক্রিতে জড়িত একটি রিকশাও নিয়ে আসা হয়।

Post Top Ad

Responsive Ads Here