প্রতি বছর ৬ হাজারের বেশি মানুষ সর্প দংশনে মারা যায় - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Sunday, September 19, 2021

প্রতি বছর ৬ হাজারের বেশি মানুষ সর্প দংশনে মারা যায়


 



সময় সংবাদ ডেস্কঃ



স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে প্রতিবছর ৭ লক্ষাধিক মানুষ সর্পদংশনের শিকার হয়। এর মধ্যে ৬ হাজারেরও বেশি মানুষ মারা যায়। সাপের কামড়ে মৃত্যু রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সারাদেশের প্রতিটি হাসপাতালেই এর প্রতিষেধক অ্যান্টি ভেনম রাখতে হবে।



উপজেলা ও জেলা সকল পর্যায়েই এর ব্যবস্থা করতে হবে।  

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক আয়োজিত ৪র্থ আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২১ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  


তিনি বলেন, প্রতি বছরেই সাপে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। বিশ্বজুড়ে বছরে সর্পদংশনের শিকার হন ৫০ লক্ষাধিক মানুষ। তাদের মধ্যে লক্ষাধিক মানুষের মৃত্যু হয় এবং তিন থেকে চার লক্ষাধিক মানুষের অঙ্গহানি ঘটে।  

No comments: