জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে আয়কর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনের নিচতলায় রাখা একটি গাড়ি পুড়ে গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন বলেন, আয়কর ভবনের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে পাঁচটি ও বন্দর স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভবনটি। ঘটনার সময় সেখানে ৯টি গাড়ি রাখা ছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।