লিটন দাস দলে কেনো? - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১

লিটন দাস দলে কেনো?




আন্তর্জাতিক ডেস্কঃ


বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাসের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ব্যাটে রান নেই, ফিল্ডিংয়েও চলছে ব্যর্থতার প্রদর্শনী। এই পরিস্থিতির পরও লিটন কীভাবে বাংলাদেশ দলে টিকে আছেন সেটাই বোধগম্য নয় পাকিস্তানের কিংবদন্তী বোলার ওয়াসিম আকরামের।


সোমবার ‘এ স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম বলেন, ‘লিটনকে তো কোয়ালিফায়ার (প্রথম পর্ব) থেকেই ঘুমিয়ে আছে মনে হচ্ছে।



কোয়ালিফাইং রাউন্ডে সে রান করতে পারেনি। ফিল্ডিংটাও ভালো করছে না। আমি জানি না কেন সে দলে আছে। ’

উল্লেখ্য যে, প্রথমপর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৫ রান করেন লিটন।



পরের ম্যাচে ওমানের বিপক্ষে করেন ৬। দুর্বল পাপুয়া নিউগিনির বিপক্ষে ২৯ করলেও সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আউট হন ১৬ রানে।



Post Top Ad

Responsive Ads Here