নাইজেরিয়াতে মসজিদে হামলা,নিহত ১৮ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১

নাইজেরিয়াতে মসজিদে হামলা,নিহত ১৮


 


আন্তর্জাতিক ডেস্কঃ



উত্তর নাইজেরিয়ার একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অরো ২০ জন । সোমবার ভোর ৫টার দিকে দেশটির নাইজার রাজ্যের মাশেগু লোকাল গভর্নমেন্ট এলাকার মাজাকুকা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আবদুল গনি হাসান রয়টার্সকে জানান, বন্দুকধারীরা ঘটনাস্থলে আসার পর সোজা মসজিদের দিকে যায় এবং সরাসরি নামাজরত মুসল্লিদের দিকে গুলিবর্ষণ শুরু করে। তাদের এই গুলিবর্ষণের হাত থেকে কেউই রেহাই পায়নি।


নাম প্রকাশে অনিচ্ছুক একজন আদিবাসী বলেছেন, আমরা এই হামলায় বিস্মিত, বিভ্রান্ত এবং হতবাক।


তিনি আরো বলেন, তারা প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি কারণ অনেক লোক নিরাপত্তার জন্য ঝোপের মধ্যে চলে গিয়েছিল। তবে এখন পর্যন্ত প্রায় ১৮টি মরদেহ পাওয়া গেছে।



এছাড়া বেল্লো আয়ুবা নামে স্থানীয় এক বাসিন্দা জানান, বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।


এ বিষয়ে জানতে নাইজার প্রদেশের পুলিশের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় রয়টার্স।


পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। এসব অপরাধ বন্ধে নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদেক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here