সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে তিনজন নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১০, ২০২১

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে তিনজন নিহত


 


জেলা প্রতিনিধিঃ



চট্টগ্রাম পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। রবিবার সকালে জেলা সীতাকুণ্ড সদর এবং নগরীর সদরঘাট এলাকায় এ ঘটনা দুটি ঘটে।


হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির ইনচার্জ মো আমির ফারুক জানান, রবিবার সকালে সীতাকুণ্ড সদরের বাইপাস এলাকায় একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় লরি। এতে পিকআপ ভ্যানের সামনে থাকা মেহেদী হাসান জনি এবং মো. সায়েম নামে দুই কিশোর ঘটনাস্থলে নিহত হয়।



 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুমের উপ-পরিদর্শক নুরুল আলম আশিক বলেন, কলেজ শেষে নেভাল-২ এলাকায় বেড়ায় যায় কলেজ ছাত্রী খাদিজা বেগম। সেখান থেকে বাসায় ফেরার পথে সদরঘাট থানার সামনে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় তাকে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত খাদিজা নগরীর ইসলামীয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here