জেলা প্রতিনিধিঃ
মাগুরার জগদলে ৪ খুনের ঘটনায় মামলার আসামি নজরুলসহ অন্যদের গ্রেফতারের দাবিতে রবিবার শহরের মানবন্ধন করতে এসেছিলেন নিহতদের স্বজনসহ এলাকাবাসী। তবে সদর থানা পুলিশের আশ্বাসে মানববন্ধন না করে ফিরে গেছেন তারা।
এ বিষয়ে নিহত সবুর মোল্লার ভাতিজা মাহফুজ ইয়াছিন বলেন, পরিবারের সদস্য ও এলাকাবাসীর সাথে আলাপ করে আমরা রবিবার দুপুর ১২টায় মাগুরা শহরের চৌরঙ্গী এলাকায় আমার চাচাদের খুনি নজরুলসহ অন্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনের আয়োজন করি। সে অনুযায়ী আমাদের পরিবারের সদস্যসহ এলাকার লোকজন ১২টার মধ্যেই চৌরঙ্গী এলাকায় প্রেসক্লাবের সামনে জড়ো হই।
মানববন্ধনে দাঁড়ানোর প্রাক্কালে সদর থানা পুলিশের একটি দল সেখানে আসে। তারা জানায় ৩ দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে। সে কারণে আপাতত মানববন্ধন না করার জন্য অনুরোধ জানায়। নিহত রহমান মোল্লার ছেলে সদর থানার ওসি মঞ্জুরুল আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করে।
এসময় মানববন্ধন না করার সিন্ধান্ত নেই।
এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, আমরা আসামি গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানববন্ধন না করার বিষয়ে আমার সাথে কারও কোনো কথা হয়নি। তারা মানববন্ধন করলে তাদের মতো করে করবে।