আরিয়ানের বিরুদ্ধে মুখ খুলতে অর্থ নিয়েছে এনসিবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৪, ২০২১

আরিয়ানের বিরুদ্ধে মুখ খুলতে অর্থ নিয়েছে এনসিবি


 

আন্তর্জাতিক ডেস্কঃ


মাদক মামলায় গ্রেফতার তারকা অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের একের পর এক জামিন আবেদন বাতিল হচ্ছে। মুম্বাইয়ের বিশেষ আদালতের পর হাইকোর্টও তার জামিন নাকচ করেছেন। এর মধ্যে আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো।


আজ রবিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) বিরুদ্ধে এমনই বিস্ফোরক দাবি করলেন এই মামলার এক সাক্ষী।



যদিও সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমে ওই সাক্ষীর এমন মন্তব্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ‘মিথ্যে রটনা’ বলে দাবি করেছে এনসিবি। তারা বলছে, সঠিক সময়ে এর জবাব দেওয়া হবে। ভারতীয় গণমাধ্যম এই সূত্রে ধরে জানিয়েছে, আরিয়ানের বিরুদ্ধে মুখ খুলতে অর্থ নিয়েছে এনসিবি! খোদ সাক্ষীর এমন অভিযোগে তোলপাড় শুরু হয়েছে।

এদিকে, শাহরুখ পুত্র আটক হওয়ার পর এক ব্যক্তির সঙ্গে আরিয়ানের সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।



শুরুতে সবাই মনে করেছিলেন তিনি এনসিবির কোনো কর্মকর্তা। পরবর্তী সময়ে জানা যায় ওই ব্যক্তি এনসিবি’র কেউ নন। তার নাম কিরণ পি গোসাভি। ওই ঘটনার পর থেকে পলাতক তিনি।

এছাড়া নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যক্তি আরিয়ানের এই মামলার মূল সাক্ষী।

কিরণের সহযোগী প্রভাকর সেইলের অভিযোগ, তদন্তকারী সংস্থা তাকে ব্ল্যাং পেপারে সই করিয়েছে। এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের থেকে বিপদের আশঙ্কা করছেন বলেও জানিয়েছেন তিনি। প্রভাকরের দাবি, কিরণ ‘রহস্যজনক ভাবে নিখোঁজ’ হয়ে যাওয়ার পর থেকেই সমীরকে নিয়ে এই ধরনের ভাবনা শুরু হয়েছে তার। এমনকি জীবনের ঝুঁকি রয়েছে বলেও দাবি প্রভাকরের।


 

কিরণের দেহরক্ষী বলে নিজের পরিচয় দিয়ে তিনি দাবি করেন, শাহরুখ-পুত্রের বিরুদ্ধে মুখ খুলতে ১৮ কোটি রুপির চুক্তি হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এনসিবি এসব অস্বীকার করেছে। তাদের উল্টো প্রশ্ন, তা-ই যদি হয়, তা হলে এত দিন আরিয়ান জেলে বন্দি থাকেন কী করে? তাছাড়া তাদের দফতরে একাধিক সিসিটিভি রয়েছে, ফলে দফতরে বসে যা ইচ্ছা তাই করা যায় না।


ফলে প্রভাকরের এই অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে এনসিবি। কিন্তু তাতে বিতর্ক থামছে না। কারণ বলিউডের একাংশ এবং বেশ কিছু রাজনীতিবিদ দাবি করেছেন, শাহরুখের ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Post Top Ad

Responsive Ads Here