ফরিদপুরে ট্রাফিক সপ্তাহ শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৭, ২০২১

ফরিদপুরে ট্রাফিক সপ্তাহ শুরু



ফরিদপুর প্রতিনিধি :
“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই শ্লোগান বুকে ধারনে করে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ফরিদপুরে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে রবিবার থেকে। এ উপলক্ষে সকাল ১১টার সময় ফরিদপুর জেলা পুলিশ এর আয়োজনে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রদান সড়ক প্রদক্ষিন করে শহরের পুরাতন বাস ষ্টান্ডে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান। 


এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সিনিয়র ট্রাফিক ইন্সেপেক্টর তুহিন লস্কর, ফরিদপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম মোঃ নাসির প্রমূখ। 


এসময় পুলিশ সুপার বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ রয়েছে সেই আইন সমন্ধে জনগনের মাঝে সচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহন করা হবে। এই ট্রাফিক সপ্তাহে যারা আইন মানবে তাদের পুরুস্কার আর যারা আইন মানবে না তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা রয়েছে সেটি গ্রহন করা হবে।

Post Top Ad

Responsive Ads Here