গন্ডারের মাংসে তৈরি হাজির বিরিয়ানি,আদালতের জরিমানা দোকান বন্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৭, ২০২১

গন্ডারের মাংসে তৈরি হাজির বিরিয়ানি,আদালতের জরিমানা দোকান বন্ধ


 



জেলা প্রতিনিধিঃ



দীর্ঘদিন ধরেই নোয়াখালীর সোনাইমুড়ীতে গন্ডারের পচা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতো হাজী বিরিয়ানি হাউজ। ভিন্ন স্বাদের হওয়ায় এ দোকানে ক্রেতাদেরও ভিড় থাকতো। আর এ সুযোগ কাজে লাগিয়েছেন মালিক।

অবশেষে হাজী বিরিয়ানি হাউজ থেকে ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা গন্ডারের পচা মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গন্ডারের পচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে দোকানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও বন্ধ করে দেওয়া হয়েছে।


শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান।


সোনাইমুড়ী বাজারের বাসিন্দা খলিলুর রহমান বলেন, স্বাদের কারণে অনেক জনপ্রিয়তা অর্জন করে হাজী বিরিয়ানি হাউজ। কিন্তু জনপ্রিয়তার আড়ালে এমন ক্ষতিকর পচা মাংস বিক্রি করবে তা আমরা ভাবতেও পারিনি। প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে ভোক্তাদের ঠকাতে পারবে না তারা।


সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল সোনাইমুড়ী বাজারের হাজী বিরিয়ানি হাউজ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ কেজি ক্ষতিকর ও গন্ডারের পচা মাংস জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here