সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় শহীদ শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে শহীদ শেখ রাসেলের প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সকাল ১১টায় শহীদ শেখ রাসেলের জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধান প্রধান কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে কেক কেটে কুইজ প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।