সময় সংবাদ ডেস্কঃ
দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে যে সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। বর্তমানে কোথাও এখন কোনো আতঙ্ক নেই। দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।
তিনি বলেন, কুমিল্লার ঘটনায় চিহ্নিত হওয়া ইকবাল হোসেনকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। ইকবাল মোবাইল ফোন ব্যবহার না করায় তার অবস্থানও জানা যাচ্ছে না।
মন্ত্রী আরো বলেন, যারা ইকবালকে এই কাজ করতে পাঠিয়েছিল হয়তো তারা তাকে লুকিয়ে রেখেছে। তাকে গ্রেফতার করতে পারলে পুরো তথ্য জানা যাবে।