জেলা প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ এর অভিযানে মাদকসহ কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে আটক করা হয়েছে। এ সময় তার সহযোগী রাসেল মিয়াকেও আটক করা হয়।
র্যাব সূত্র জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রংপুর শহরের শাপলা চত্বর থেকে ১২ বোতল দেশীয় চার লিটার মদসহ মশিউর রহমান ও তার সহযোগী রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
রংপুর র্যাব ১৩ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট মাহমুদ বসির আহমেদ জানান, চার লিটার দেশীয় মদসহ একজনকে গত শুক্রবার বিকেলে আটক করা হয়েছে। তিনি নিজেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা পরিচয় দিয়েছেন। পরে তাকে নিয়মিত মামলায় কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, শনিবার দুপুরে মাদকসহ আটক দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, উলিপুর সমাজসেবা কর্মকর্তাকে রংপুরে মাদকসহ আটকের বিষয়টি আমি লোকমুখে শুনেছি।
