দোয়ারাবাজার সদর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী"আবদুল হামিদের"গণসংযোগ অব্যাহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৪, ২০২১

দোয়ারাবাজার সদর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী"আবদুল হামিদের"গণসংযোগ অব্যাহত




দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলার প্রতিটি গ্রামে নির্বাচনী আমেজে সরগরম হয়ে উঠেছে। হাট-বাজার, দোকান, রেস্তোরাঁয় চলছে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মাতামাতি। একই অবস্থা বিরাজ করছে দোয়ারাবাজার উপজেলার ৩নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনেও। এই ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী না থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবদুল হামিদ। তিনি এখন মাঠ চষে বেড়াচ্ছেন। মনোনয়ন দাখিলের পর থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। অপরদিকে ওই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এমএ বারী ও মামুন মিয়া দু'জনই বিএনপির ঘরানার প্রার্থী। সে দিক থেকে আবদুল হামিদ আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।



তাঁর সমর্থকরা জানান, এ ইউনিয়নে সরকার দলীয় চেয়ারম্যান না থাকায় বিগত পাঁচ বছরে কাঙ্খিত কোন উন্নয়ন সাধিত হয়নি। উপজেলার মধ্যে সদর ইউনিয়নটি সবচেয়ে অবহেলিত। আবদুল হামিদ নৌকার একক প্রার্থী হিসেবে এবার নির্বাচনী মাঠে রয়েছেন। তাঁকে নিয়ে আমরা আশাবাদী।



জানতে চাইলে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল হামিদ বলেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার প্রতীক দিয়েছেন। দলীয় নেতাকর্মীরা আমার সাথে রয়েছেন। নির্বাচিত হলে দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়নে রুপান্তরিত করবো। আমি সর্বস্তরের জনগণের ভোট, দোয়া ও সর্মথন কামনা করছি।

Post Top Ad

Responsive Ads Here