আফগানিস্তানে গিয়ে তালেবানে যোগদান, যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত বাংলাদেশি যুবক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১১, ২০২১

আফগানিস্তানে গিয়ে তালেবানে যোগদান, যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত বাংলাদেশি যুবক


 


আন্তর্জাতিক ডেস্কঃ



আফগানিস্তানে গিয়ে তালেবান বাহিনীতে যোগদান করে আমেরিকানদের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার মামলায় নিউইয়র্কের ফেডারেল কোর্ট বাংলাদেশি মোহাম্মদ দেলোয়ার হোসেনকে (৩৬) দোষী সাব্যস্ত করেছে।


ম্যানহাটানের ইউএস ফেডারেল কোর্টের জজ সিডনি এইচ স্টাইনের আদালতে সপ্তাহব্যাপী শুনানি শেষে গত শুক্রবার তাকে জুরি বোর্ড দোষী সাব্যস্ত করে।  


ইউএস অ্যাটর্নি অফিস থেকে শনিবার প্রাপ্ত সংবাদে আরও জানা গেছে, উবার চালিয়ে জীবিন-যাপনকারী নিউইয়র্কের ব্রঙ্কসে স্ত্রী-সন্তানসহ বসবাসরত দেলোয়ার তালেবানের সন্ত্রাসী তৎপরতায় সর্বাত্মক সহায়তা এবং এজন্য সাধ্য মতো অর্থ প্রদানের লক্ষ্যে আফগানিস্তানের উদ্দেশে ২০১৯ সালের ২৬ জুলাই জেএফকে এয়ারপোর্টে ঢুকেছিলেন। সে সময়ই এফবিআইসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে।



তারপর বছরখানেক তাকে নিজ গৃহে বন্দী অবস্থায় থাকতে হয়েছিল।

আগামী ১২ জানুয়ারি দেলোয়ারের বিরুদ্ধে কারাবাসের মেয়াদ জানাবে আদালত।  


জানা গেছে, দেলোয়ার হোসেন তালেবান বাহিনীতে যোগ দিয়ে আমেরিকানদের হত্যার মতলবে ছদ্মবেশী এফবিআইয়ের সঙ্গে শলাপরামর্শ শুরু করেন ২০১৮ সালে। এফবিআইয়ের সদস্যকেও দেলোয়ার তার মতোই একজন ভেবেছিলেন।



সে সময় দেলোয়ার অভিপ্রায় প্রকাশ করেন যে, ‘আমি কিছু বিধর্মীকে হত্যা করতে চাই। মৃত্যুর আগে কিছু আমেরিকানকে হত্যা করতে পারলে আমার আত্মা শান্তি পাবে। ’ 

জানা গেছে, দেলোয়ার জেএফকে থেকে মধ্যপ্রাচ্য হয়ে থাইল্যান্ডের ব্যাংককে অবতরণের পর বাংলাদেশে নিকটাত্মীয়দের সঙ্গে মিলিত হয়ে ভারত-পাকিস্তান থেকে আফগানের দুর্গম পর্বতে যেতে চেয়েছিলেন। সেখানে গিয়ে তালেবানের ক্যাম্পে সশস্ত্র ট্রেনিং শেষে মার্কিন বাহিনীর বিরুদ্ধে এবং আমেরিকানদের হত্যার অভিযানে নামতে চেয়েছিলেন।

Post Top Ad

Responsive Ads Here