চীন থেকে উপহারের দেড় লাখ টিকা বিকেলে দেশে আসছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১

চীন থেকে উপহারের দেড় লাখ টিকা বিকেলে দেশে আসছে


  


নিজস্ব প্রতিবেদকঃ




শুভেচ্ছা উপহার হিসেবে চীন থেকে সিনোফার্মের আরো দেড় লাখ ডোজ টিকা আজ দেশে আসছে।

মঙ্গলবার বিকেল ৪টায় টিকার চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। 


বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ চীন থেকে টিকা আসার এ তথ্য নিশ্চিত করেছেন। 


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সরকারকে শুভেচ্ছা উপহার (অনুদান) হিসেবে সিনোফার্মের এ টিকা দেওয়া হচ্ছে।


দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।


দেশে সর্বশেষ গতকাল সোমবার পর্যন্ত ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ জনকে টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ ৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৮৮ জন ও দ্বিতীয় ডোজ ২ কোটি ৮ লাখ ৬২ হাজার ৬৫ জন নিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here