সন্ত্রাস দমনে সক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৯, ২০২১

সন্ত্রাস দমনে সক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী


  


সময় সংবাদ ডেস্কঃ

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,বাংলাদেশ পুলিশের অনেক ঐতিহ্যে রয়েছে। পুলিশ বাহিনীর সঙ্গে আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস রয়েছে। জঙ্গিবাদ কিংবা সন্ত্রাস দমনে সক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী।

শনিবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে তাদেরকে মাদক থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করতে হবে। মাদকের এই ভয়ংকর নেশা থেকে আমাদের নতুন প্রজন্মকে যদি রক্ষা করতে না পারি তাহলে আমরা পথ হারিয়ে ফেলবো। মাদক যে একটা ভয়ংকর নেশা, সেটা তাদের বুঝাতে হবে।


মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার রাজনগর-৩ আসনের এমপি নেছার আহমদ, মহিলা এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানসহ প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here