একদিনে করোনা ভাইরাসে শনাক্ত বেড়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৯, ২০২১

একদিনে করোনা ভাইরাসে শনাক্ত বেড়েছে


 


নিজস্ব প্রতিবেদকঃ



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭৮৫ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ। যা গতকাল সোমবার ছিল ১ দশমিক ৮০ শতাংশ। সে হিসেবে আজ দেশে করোনা শনাক্তের হার বেড়েছে।


গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৬৯ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জন।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন।


এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।


২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ২ জন। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ২, খুলনায় ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।


এর আগে, সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার বিকেলে থেকে সোমবার বিকেল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়। তখন দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭৭৮ জনে। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৯৯ জনের দেহে। তখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনে।


উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here