সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও পূজামন্ডপের অনুকূলে বরাদ্দকৃত জিআর চাল এর ডিও প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা প্রেসক্লাব সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সালথা উপজেলার শাখার সভাপতি অরুপ সাহা, সহ-সভাপতি সমির কুমার রায়, সাধারণ সম্পাদক অনন্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বাবু প্রহ্লাদ শীল প্রমূখ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার উপজেলার ৪৫টি পূজা মন্ডপের সভাপতিদের হাতে বরাদ্দকৃত জিআর চাল ডিও এর চেক তুলে দেন।
