আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসগর আফগান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ৩১, ২০২১

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসগর আফগান


 


আন্তর্জাতিক ডেস্কঃ



টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আচমকা সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আফগানিস্তানের ক্রিকেটার আসগর আফগান। নামিবিয়ার বিপক্ষে আসছে ম্যাচটিই দেশের হয়ে তার শেষ ম্যাচ বলে জানিয়েছেন তিনি।


চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান এখন পর্যন্ত খেলেছে দুই ম্যাচ। সুপার টুয়েলভে তাদের ম্যাচ বাকি আরও তিনটি।



নিজেদের তৃতীয় ম্যাচে রবিবার নামিবিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান।

এর আগের দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী আসগর। এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দেশের হয়ে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।


আসগর আফগান টেস্ট ম্যাচ খেলেছেন ছয়টি, ওয়ানডে ১১৪টি এবং ৭৪ টি-টোয়েন্টি।



২০১৮ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে খেলা আফগানিস্তানের প্রথম টেস্টের অধিনায়ক ছিলেন তিনি।

Post Top Ad

Responsive Ads Here