বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য খান মঈনুল ইসলাম মোস্তাক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন। খান মঈনুল ইসলাম মোস্তাক তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোঃ লিমিটেডের সাবেক পরিচালক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় ডাকবাংলোর হলরুমে এই মতবিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, জেলা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান আশিক, পরমেশ্বরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল কালাম, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, ঘোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ দপ্তর সম্পাদক মো. উজ্জ্বল বিন লাল, চতুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা মুরসালীন মলয় রায়হান, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পী জয় রাকিব প্রমুখ।
এ সময় খান মঈনুল ইসলাম মোস্তাক বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এজন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাই একত্রিত থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।