রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার তিন আসামির ২ দিন করে রিমান্ড দিয়েছে আদালত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার তিন আসামির ২ দিন করে রিমান্ড দিয়েছে আদালত


 


জেলা প্রতিনিধিঃ



কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যায় অংশ নেয়া তিনজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন।


তিনি জানান, শনিবার ভোরে মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের সদস্যসহ চারজনকে আটক করা হয়। সেখান থেকে কিলিং স্কোয়াডের টপ-৫ এর একজন আজিজুল হক হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।


অপর তিনজন কুতুপালং ক্যাম্প-১ এর ডি ৮ ব্লকের আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ রশিদ ওরফে মুরশিদ আমিন, একই ক্যাম্পের বি ব্লকের ফজল হকের ছেলে মোহাম্মদ আনাছ ও নূর ইসলামের ছেলে নূর মোহাম্মদ। তাদের সোমবার আদালতে পাঁচদিন করে রিমান্ড আবেদন করা হয়। পরে আজ শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।


২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এ সময় তাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এখন পর্যন্ত এ হত্যা মামলায় নয়জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মোহাম্মদ ইলিয়াছ নামে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here