নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে ভাড়াটিয়া সেজে বাসা ভাড়া নিয়ে শিশু চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
চুরি হওয়া শিশুটির নাম বিবি মরিয়ম। এ ঘটনায় শিশুটির বাবা চাটখিল থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, শিশু মরিয়মের বাবা পেশায় রিকশাচালক। তার বাড়ি লক্ষীপুরে। তিনি চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খুরশিদ মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করছিলেন।
শিশু মরিয়মের বাবা জানান, সাতদিন আগে এক নারী তার পাশের বাসায় ভাড়া আসে। মঙ্গলবার সকালে মরিয়মের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে অজ্ঞাত ওই নরী দুই বছর বয়সী মরিয়মকে চুরি করে নিয়ে পালিয়ে যায়।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, মঙ্গলবার দুপুর থেকে ঐ শিশু ও পাশের বাসার ভাড়াটিয়া নারীর খোঁজ মিলছে না বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা লিখিত অভিযোগ করেছেন। পুলিশ শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত নারীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।