স্টাফ রিপোর্টার, ফরিদপুর :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে তার আত্মার মাগফেরাত কামনা করে এলজিইডি ফরিদপুর এর পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর এলজিইডির জেলা অফিসের সম্মেলন কক্ষে সোমবার বিকেলে এই আয়োজন করা হয়।
এর আগে এক আলোচনা সভায় অংশ নেন এলজিইডি ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শচীন্দ্র নাথ হালদার, ফরিদপুর এলজিইডির নিবার্হী প্রকৌশলী কে এম ফারুক হোসেন, এলজিইডির ফরিদপুর অঞ্চলের নিবার্হী প্রকৌশলী আনন্দ কুমার সাহা, সিনিয়র প্রকৌশলী পিন্টু কুমার সাহা, সহকারী প্রকৌশলী(যান্ত্রিক) মোখলেসুর রহমান, সহকারী প্রকৌশলী তন্ময় প্রমানিক ছাড়াও ফরিদপুর এলজিইডির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।