রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১০, ২০২১

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


সময় সংবাদ দেশঃ


রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে মদিনা মসজিদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো. কাশেম (২৫)। বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার শরীয়তপুর গ্রামে।  


শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।



সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান গণমাধ্যমকে বলেন, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে মরদেহ।  


মারা যাওয়া কাশেমের ভাতিজা সানাউল্লাহ গণমাধ্যমকে বলেন, তার বড় ভাই কালুর ওয়ার্কশপে কাজ করতেন কাশেম। রাত সাড়ে ১১টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।



পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  


Post Top Ad

Responsive Ads Here