আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় পাওনা টাকা চাওয়ায় দুলাভাইকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে তার-ই আপন শ্যালকের বিরুদ্ধে।
উপজেলার ১নং বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী গ্রামের আক্তার হোসেন মাস্টারের ছেলে মনজুর আহমেদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সুষ্ঠু ও সঠিক বিচার চেয়ে বুড়াইচ ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন একই এলাকার মো. হুমায়ুন কবির নামে এক ভুক্তভোগী ব্যক্তি। তিনি মনজুর আহমেদের দুলাভাই।
অভিযোগ সূত্রে জানা গেছে, মো. মনজুর আহমেদ বিগত ৫-৬ বছর আগে হুমায়ুন কবিরের নিকট হতে ঘর নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা ধার নেয়। পরে বিভিন্ন সময় ওই টাকা মনজুর আহমেদের নিকট চাইলে সে বিভিন্ন টালবাহানা এবং দিতে অপারগতা প্রকাশ করেন।
হুমায়ুন কবির অভিযোগে উল্লেখ করেন, পাওনা টাকা ফেরত চাইলে মনজুর আহমেদ তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে বলেন, তোর কোন বাবা আছে যা করার করবি।আমি বর্তমান এমপি মহােদয়ের লােক। আমার সাথে এমপি মহোদয়ের সু-সম্পর্ক আছে। তুই টাকা চাইলে তাের নামে আমি বিভিন্ন ভুয়া কেস দিয়ে ফাঁসিয়ে দিবাে। আমি স্থানীয় যুবলীগের ক্যাডার। আমাকে কিছু বলার মত কেউ নাই।
অভিযোগে হুমায়ুন কবির আরো উল্লেখ করে বলেন, মনজুর আহমেদ বিএনপির রাজনীতির সাথে জড়িত। বর্তমানে ভোল পাল্টে হয়েছেন স্থানীয় যুবলীগ নেতা।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মনজুর আহমেদের ব্যবহৃত মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।
এ বিষয়ে বুড়াইচ ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, 'বিষয়টি মিমাংসা করার জন্য আমাদের সালিশি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদে উভয়পক্ষকে উপস্থিত থাকার জন্য নোটিশের মাধ্যমে অবগত করা হয়েছে।'