জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ৩১, ২০২১

জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী


  



নিজস্ব প্রতিবেদকঃ




প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬’ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে দুই সপ্তাহের সফরে আজ রোববার যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

এ সফরে প্রধানমন্ত্রী ‘ইউনেস্কো-বাংলাদেশ, সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।


স্থানীয় সময় আজ দুপুর ২টা ৪৫ মিনিটে গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে ফ্লাইটটির পৌঁছানোর কথা রয়েছে

Post Top Ad

Responsive Ads Here