যাত্রাপথে নামাজের বিরতি বাধ্যতামূলক : এনা পরিবহন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Friday, October 08, 2021

যাত্রাপথে নামাজের বিরতি বাধ্যতামূলক : এনা পরিবহন




সময় সংবাদ ডেস্কঃ



প্রত্যেক মুসলমানের জন্য নামাজ অপরিহার্য বিষয়।আর সেই নামাজ পড়া নিয়ে সুন্দর নিয়ম করে ইতিহাস গড়লো এনা পরিবহন।

দূরপাল্লার যাত্রাপথে নামাজের সময় হলে নামাজ পড়ার জন্য যাত্রা বিরতি দেওয়া বাধ্যতামূলক করেছে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড।


যাত্রা বিরতির বিষয়টি নিশ্চিত করে এনা পরিবহনের পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ জানান, আমরা নামাজ পড়ার জন্য চালক, সুপারভাইজার ও হেলপারদের নিয়মিত উৎসাহিত করে থাকি। এবার যাত্রীদের জন্যও যাত্রাপথে নামাজের বিরতি রাখা হয়েছে। তাই বিষয়টিকে বাধ্যতামূলক করেছি আমরা এবং এ কাজ নিয়মিত তদারকিও করা হচ্ছে।



 

এক নোটিশে মাধ্যমে যাত্রাপথে নামাজের বিরতি দেওয়া বাধ্যতামূলক বলে কর্মচারীদের জানায় এনা পরিবহন কর্তৃপক্ষ।


তাতে লেখা হয়, “এতদ্বারা এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড এর সকল চালক, সুপারভাইজার ও হেলপারদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, পথিমধ্যে নামাজের জন্য যাত্রা বিরতি বাধ্যতামূলক এবং নিজেরাও নামাজে অংশগ্রহণ করবেন।

No comments: