রংপুরে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ২৪, ২০২১

রংপুরে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত


 


জেলা প্রতিনিধিঃ


 

রংপুরের কাউনিয়ার ট্রাকের ধাক্কায় মাসুদ রানা নামে ১৯ বছর বয়সী এক অটোচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

বুধবার ভোর সোয়া ৬টার দিকে উপজেলার তিস্তা সেতু প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ভিমশর্মা গ্রামের আফসার আলীর ছেলে। তিনি পেশায় অটোচালক। আহত বিমল চন্দ্র একই এলাকার রমেশ চন্দ্রের ছেলে।


জানা গেছে, কুড়িগ্রামের চায়না বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে মাছ নিয়ে কাউনিয়া মাছের আড়তের উদ্দেশ্যে যাচ্ছিলেন বিমল চন্দ্র। পথে তিস্তা ব্রিজ প্রান্তে লালমনিরহাটগামী একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোচালক মাসুদ রানা নিহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় মাছ ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।


ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয় বলে দাবি স্থানীয়দের। ঘটনার পর পরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক।




কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান বলেন, আহত বিমল চন্দ্রের অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় বিমল চন্দ্রের বাম পা ভেঙে গেছে। যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে।

Post Top Ad

Responsive Ads Here