সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ২৪, ২০২১

সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত


 


জেলা প্রতিনিধিঃ





চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

মঙ্গলবার রাতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শান্ত ও তার বন্ধু একই এলাকার আসিফ। আহত সাজ্জাদ হোসেন ও নজরুল ইসলামও হাপানিয়া এলাকার বাসিন্দা।


স্থানীয়রা জানায়, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর মঙ্গলবার রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তিন বন্ধু। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মহামায়া বাজার এলাকার দিকে যাচ্ছিলেন তারা। এ সময় পথচারী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন সবাই। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন। নজরুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নেয়া হয়।


চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। একজনের মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে।























Post Top Ad

Responsive Ads Here