জাল টাকা সহ তরুণী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ০২, ২০২১

জাল টাকা সহ তরুণী আটক


  


জেলা প্রতিনিধিঃ


জাল টাকাসহ আফরোজা আকতার রুমা নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে বোদা উপজেলা বাইপাস মোড় এলাকা থেকে বোদা থানা পুলিশ ওই তরুণীকে আটক করেন।

এ সময় ওই তরুণীর কাছ থেকে ২২ হাজার জাল টাকা পাওয়া যায়। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়বাগ এলাকার উত্তরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের বাচ্চু মিঞার মেয়ে।


এই ঘটনায় বোদা থানা পুলিশের উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক (নিরস্ত্র) আফরোজাকে প্রধান আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পাঁচজনের নামে মামলা দায়ের করেন।


অন্য আসামিরা হলেন এবং ময়দানদিঘী গ্রামের মৃত মজিবর রহামানের পুত্র আনোয়ার হোসেন, ময়দানদিঘী জম্বুরাপাড়া গ্রামের মৃত বছিরউদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন, বামনহাট এলাকার জসিমউদ্দিনের ছেলে মানিক এবং ঝালকাঠি জেলার খলিলুর রহমান ওরফে মামুন।





বোদা থানার ওসি সাইদ চৌধুরী বলেন, জাল টাকার গুঞ্জন শোনা যাচ্ছিল। এজন্য আমি উপজেলার বিভিন্ন এলাকায় সোর্স নিযুক্ত করে গোপন তৎপরতা চালিয়েছি গত সপ্তাহ ধরে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকাসহ আফরোজা আক্তার নামে তরুণীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here