চুক্তির মাধ্যমে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ২৪, ২০২১

চুক্তির মাধ্যমে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা


 


আন্তর্জাতিক ডেক্সঃ



পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, মাসে একবার হলেও তারা দেখা করবেন। দুজন পৃথিবীর দুই প্রান্তে থাকলেও, তিন সপ্তাহ অন্তর তারা একে অপরের সঙ্গে দেখা করবেন। এমনই এক অলিখিত চুক্তি করেই নিক জোনাস এবং এ অভিনেত্রী সাতপাকে বাঁধা পড়েন। এবার সেই গোপন চুক্তির কথা প্রকাশ্যে আনেন প্রিয়াঙ্কা চোপড়া।

ব্রিটিশ সাময়িকী এলের বরাতে বলিউড বাবলের খববে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা স্বীকার করেছেন, বিয়ের আগে একটি চুক্তি করেছিলেন তাঁরা। আর সেটি হলো, মাসে অন্তত একবার তাঁদের একত্র হতে হবে, তা সে যত ব্যস্ততাই থাকুক।




বিয়ের আগে নিকের সঙ্গে চুক্তি প্রসঙ্গে এলেকে প্রিয়াঙ্কা বলেন, প্রতি তিন সপ্তাহে আমাদের দেখা হয়। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, মাসে অন্তত কয়েক দিনের জন্য আমরা উড়ে যাই। বিয়ের জন্য এটাই ছিল আমাদের নিয়ম। নইলে আমরা কখনো পরস্পরকে দেখতে পেতাম না।

উল্লেখ্য, ২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর থেকে একে অপরকে সময় দেয়া থেকে শুরু করে নিজেদের কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন তারা।

Post Top Ad

Responsive Ads Here