রোস্তম হামজা ব্যর্থ, এসেছে জেনুইন এন্টারপ্রাইজ দল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ০১, ২০২১

রোস্তম হামজা ব্যর্থ, এসেছে জেনুইন এন্টারপ্রাইজ দল


  


জেলা প্রতিনিধিঃ



মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহ উদ্ধারে কাজ শুরু করতে যাচ্ছে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ। এরই মধ্যে সংস্থাটির ৫০ সদস্যের ডুবুরি দল চট্টগ্রাম থেকে পাটুরিয়া ঘাটে পৌঁছেছে।

জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান বলেন, রোববার নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি। সোমবার ভোরে এসে পৌঁছেছি। আমাদের আরো সদস্য পথে রয়েছেন। নদীপথে আমাদের নিজস্ব ৬টি উইন্স ভার্জে ৬টি পন্টুনসহ ৬ ইঞ্চি ওয়্যার আসছে। প্রতিটি পন্টুন ওজন তুলবে ৪০০ টন।


কাজ কখন থেকে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দলের অন্য সদস্যরা ৩ ইঞ্চি ওয়্যার নিয়ে ঘাটে আসা মাত্রই প্রাথমিক সার্ভে শুরু হবে। তবে ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে উইন্স ভার্জগুলো আসার পর। অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত হয়েছে। আমাদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি কাজ করবে। তাদের সব সরঞ্জাম এলে ফেরি তোলার কাজ শুরু হবে। উদ্ধারকারী জাহাজ চট্টগ্রাম থেকে রওনা করেছে। আজ সন্ধ্যায় পাটুরিয়া ঘাটে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।






এদিকে দুর্ঘটনার চতুর্থ দিন গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফেরির সঙ্গে ডুবে যাওয়ায় ১৪টি পণ্যবাহী যানবাহন ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর উদ্ধার করা এসব যানবাহন মালিকদের কাছে হস্তান্তর করে পুলিশ।


গত ২৭ অক্টোবর পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনসহ রো রো ফেরি আমানত শাহ কাত হয়ে হেলে পড়ে। এতে করে ফেরিটি আংশিক ডুবে যায় এবং ফেরিতে থাকা যানবাহন নদীতে পড়ে যায়। ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে কাজ শুরু করে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা। এতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ড অংশ নেয়। ঘটনার চতুর্থদিন শনিবার সকাল থেকে রুস্তম নামে বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী আরেকটি জাহাজ অভিযানে অংশ নেয়।

Post Top Ad

Responsive Ads Here