জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে গ্যাসট্রিকের ওষুধ ভেবে ভুলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেছেন তানজিলা আক্তার নামে এক স্কুলছাত্রী। রোববার রাতে পটুয়াখালী হাসপাতালে তানজিলা মারা যায়।
তানজিলা তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালী গ্রামের মোজাম্মেল হোসেনের মেয়ে। সে আলীরবন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
মোজাম্মেল হোসেন জানান, তার মেয়ে রোববার দুপুরে গ্যাসের যন্ত্রণায় ভুগছিল। এ সময় সে ঘরে রাখা গ্যাসের ট্যাবলেট খেতে যায়। গ্যাসট্রিকের ট্যাবলেট ও পোকা দমনের বিষাক্ত গ্যাস ট্যাবলেট পাশাপাশি ছিল। তানজিলা ভুলবশত বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। অসুস্থ অবস্থায় প্রথমে তাকে আমতলী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পটুয়াখালী হাসপাতালে নেয়া হলে রাতে মারা যায় তানজিলা।
তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তালতলী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।