শরিফুল হাসান,সালথা( ফরিদপুর)থেকে:
ফরিদপুরের সালথায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২১। বিজয়ের ৫০ বছর পূর্তিতে দিবসের প্রথম প্রহর বৃহস্পতিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসুচি শুরু হয়।
পরে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়। তারপর একে একে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাকের পার্টি, সালথা প্রেসক্লাব, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ।
এরপর সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা বেলুন উড়ানো হয়। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ক্যাপ, গেঞ্জি ও মাস্ক দেওয়া হয়।
এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া,সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন প্রমূখ।