ফরিদপুরে হাজারো মানুষের কন্ঠে অসম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৬, ২০২১

ফরিদপুরে হাজারো মানুষের কন্ঠে অসম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ

 

ফরিদপুর প্রতিনিধি :
বিশ্বসভায় মাথা উঁচু করে চলতে দেশবাসীকে বঙ্গবন্ধুর আদর্শে উন্নত-সমৃদ্ধ ও অসম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ শপথ বাক্য পাঠ করান।


আর এতে ফরিদপুরের শেখ জামাল ষ্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সাথে জায়ান্ট স্কিনে ডিজিটাল মাধ্যমে এ শপথ বাক্য অংশ নেয় কয়েক হাজার মানুষ। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এতে সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা -কর্মচারীরা ছাড়াও জেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, স্কুল-কলেজ এর শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেয়।

এরআগে আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশাল শোডাউন করে শেখ জামাল ষ্টেডিয়ামে আসতে থাকে মানুষ। একটি সময় পুরো ষ্টেডিয়াম লোকে লোকারন্য হয়ে উঠে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সহ সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, মেয়র অমিতাভ বোস প্রমূখ।

Post Top Ad

Responsive Ads Here