ভোলায় প্রতিটি ঘরে গ্যাস সংযোগের দাবিতে ব্যাচ-৯৮ সংগঠনের মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৬, ২০২১

ভোলায় প্রতিটি ঘরে গ্যাস সংযোগের দাবিতে ব্যাচ-৯৮ সংগঠনের মানববন্ধন



এ,কে এম গিয়াসউদ্দিন, ভোলা প্রতিনিধি:

 "ভোলার গ্যাস ভোলা চাই, ঘরে ঘরে গ্যাস চাই" প্রতিপাদ্য কে সামনে রেখে এসএসসি ৯৮ ও এইচএসসি ২০০০ ব্যাচ সংগঠনের আয়াজনে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।


আজ(১৫ ডিসেম্বর) বুধবার সকাল সারে দশটায় ভোলা জেলার এস,এস,সি-৯৮ ব্যাচ সংগঠন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এ কর্মসুচী পালন করেন।


সে সময় বক্তারা বলেন ভোলায় বিপুল পরিমান মজুদকৃত গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে ঘরে ঘরে সংযোগ দেওয়া গন মানুষের দাবি।ভোলার গ্যাস ফিল্ড থেকে উত্তোলিত গ্যাস নতুন সংযোগের মাধ্যমে প্রদান এবং আটকে থাকা গ্যাস সংযোগ পাইপ লাইনের কাজ তরান্বিত করার দাবি জানান। 


 অমিতাভ রাজনের সঞ্চালনায় সে সময় বক্তব্য রাখেন মোঃবাহাউদ্দিন সদস্য নাগরিক কমিটি,মোঃ রবিউল আলম সাধারন সম্পাদক ইমারত নির্মান শ্রমীক পরিষদ,মো: আক্তার হোসেন সংগঠক ৯৮, মো: হোসেন মানবাধিকার কর্মী ও সংগঠক ৯৮,মোঃ শিপু, নির্বাহি সম্পাদক জেলা প্রেস ক্লাব,মো: বেলাল হোসেন গ্রাহক, কবি কামরুন্নেসা মানবাধিকার কর্মী,আরিফ হোসেন সংগঠক ৯৮ ও কমিউনিটি এইড পরিচালক প্রমূখ। 


উল্লেখ্য ভোলা জেলা এসএসসি ৯৮ ও এইচএসসি ২ ০০০ইং ব্যাচের আয়োজনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে ভোলার বিভিন্ন শ্রেনী পেশার এবং জেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে পাশ করা এসএসসি,-৯৮,  এইচএসসি-২০০০ সকল বন্ধুরা উপস্থিত ছিলেন।






Post Top Ad

Responsive Ads Here