ফরিদপুরে আন্তজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার, ডাকাতির মালামাল উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ১৭, ২০২২

ফরিদপুরে আন্তজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার, ডাকাতির মালামাল উদ্ধার



ফরিদপুর প্রতিনিধি :
গত শনিবার রাতে ফরিদপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে ফরিদপুর জেলা গোয়েন্দ পুলিশ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ০২ টি দেশীয় পিস্তল, ০১টি খেলনা পিস্তল, ০৪ রাউন্ড গুলি, ০১ টি রামদা, ০১ টি বড় ছোরা ও ২১০ পিস ইয়াবা ট্যাবলেট। পরে তাদেরকে আদালতে পাঠালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে তাদের কথা মতো রবিবার দিবাগত রাতে এই দলের আরো দুই সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬টি চোরাই মোটর সাইকেল, ৪টি অটো বাইক, ৫টি ব্যাটারি চালিত ভ্যান ও নগদ ৩লাখ ৭১ হাজার টাকা। 


এবিষয়ে সোমবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, শনিবার রাতে ফরিদপুর শহরের ০২ নং হাবেলী গোপালপুর ডগ বস্তির উত্তর পাশে ফাঁকা জায়গা হইতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের রিমান্ডে নিলে এই চক্রের আরো দুই সদস্য ঝিনাইদহ জেলার মহাদেব বিশ^াস(৪০) ও মাদারীপুর জেলার রেজাউল করিম তোতা মুন্সি(৫০) কে গ্রেফতার করা হয়। এদের দুইজন সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৬টি চোরাই মোটর সাইকেল, ৪টি অটো বাইক, ৫টি ব্যাটারি চালিত ভ্যান ও নগদ ৩লাখ ৭১ হাজার টাকা। তিনি বলেন এদের দুইজনকে আদালতে পাঠিয়ে রিমান্ড এর আবেদন জানানো হবে।   


উল্লেখ্য গত শনিবার রাতে ফরিদপুর শহরের ০২ নং হাবেলী গোপালপুর ডগ বস্তি থেকে গ্রেফতার করা হয় ৭ ডাকাতকে। এরা হলেন রায়েব আলী সর্দার, পিন্টু সর্দার (৩৬), আশরাফুল শেখ, মিজান শেখ(৪০), আলেপ মন্ডল ওরফে সাগর(৩০), শেখ মোশাররফ  ওরফে মুছা(৩০), মোশারফ হোসেন ওরফে মুসা (৪০)। এ সময় তাদের কাছ থেকে ০২ টি দেশীয় পিস্তল, ০১টি খেলনা পিস্তল,  ০৪ রাউন্ড গুলি, ০১ টি রামদা, ০১ টি বড় ছোরা ও ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীরা দীর্ঘ দিন যাবত ফরিদপুর সহ আশেপাশের কয়েকটি জেলায় হাইওয়েতে ডাকাতি করা ছাড়াও নানা অপরাধে জরিত এই চক্র। আসামিদের বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে কোতয়ালী থানায়। রবিবার বিকেলে তাদের সাতদিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। 

Post Top Ad

Responsive Ads Here