প্রদর্শিত হচ্ছে ‘মহাকাশ থেকে আসা’ বিরল ব্ল্যাক ডায়মন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ১৮, ২০২২

প্রদর্শিত হচ্ছে ‘মহাকাশ থেকে আসা’ বিরল ব্ল্যাক ডায়মন্ড

প্রদর্শিত হচ্ছে ‘মহাকাশ থেকে আসা’ বিরল ব্ল্যাক ডায়মন্ড
ছবি: বিশ্বের বৃহত্তম কালো হীরা ‘দ্য এনিগমা’





নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বের বৃহত্তম কালো হীরা, দ্য এনিগমা, প্রথমবারের মতো উন্মোচন করা হয়েছে।  বিশেষ হীরাটি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহত্তম শহর, মধ্যপ্রাচ্যের একটি উপসাগরীয় দেশ এবং বিশ্বের অন্যতম বাণিজ্য কেন্দ্র দুবাইতে প্রদর্শন করা হয়েছে।


৫৫৫.৫৫ ক্যারেটের এই হীরার প্রদর্শনী শুরু হয়েছে সোমবার (১৮ জানুয়ারি) থেকে।  এনিগমা হল বিশ্বের বৃহত্তম কালো হীরা, সেইসাথে আজ বিশ্বের বৃহত্তম হীরা কাটা।


 মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক বহুজাতিক নিলাম ঘর সোথেবি'স অকশন হাউসের রত্ন ও গয়না বিশেষজ্ঞ সোফি স্টিভেনস এএফপিকে বলেছেন যে হীরাটি পৃথিবীতে জন্মেনি, বরং একটি উল্কা বা হীরার আকৃতির গ্রহাণু থেকে যা মহাকাশ থেকে পড়েছিল।  2.7 বিলিয়ন বছর আগে।  এনিগমা।

সোফি স্টিভেনস এএফপিকে বলেন, "কালো হীরা পৃথিবীতে বিরল।"  এটিতে এই আকৃতির কালো হীরা খুব, খুব বিরল।  কোথায়- কখন পৃথিবীতে এসেছিল তা এখনও রহস্য।  তবে এটা নিশ্চিত যে এই হীরা পৃথিবীতে জন্মায়নি।  এটি একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের হীরা।  "

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষার প্রতীক হামসার আদলে তৈরি করা হয়েছে এনিগমা।  এই হীরাটি 20 বছর ধরে দুবাইতে এক ব্যক্তির সংগ্রহে ছিল।  তবে ওই ব্যক্তির নাম গোপন রাখা হয়েছে।


এএফপি জানিয়েছে, হীরাটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রদর্শন করা হবে।  এরপর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি অনলাইনে নিলামে তোলা হবে।  হীরাটি ৫০ লাখ টাকায় বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here