মির্জা ফখরুল পদে থাকার জন্য মিথ্যা তোষামোদ করছেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ১৮, ২০২২

মির্জা ফখরুল পদে থাকার জন্য মিথ্যা তোষামোদ করছেন

মির্জা ফখরুল পদে থাকার জন্য মিথ্যা তোষামোদ করছেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ফাইল ছবি


 নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চ শিক্ষিত মানুষ হলেও সম্প্রতি বিভিন্ন সভা-সমাবেশে উদ্ভট কথা বলেছেন তিনি। বিএনপির একাধিক নেতা বলছেন, দলের 'মহাসচিব' পদ ধরে রাখতে তিনি অশিক্ষিতের মতো আচরণ করছেন।

বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, এটা খুবই দুঃখজনক যে মির্জা ফখরুল একজন জ্ঞানী ও বুদ্ধিমান মানুষ হওয়া সত্ত্বেও শীর্ষ নেতাদের তোষামোদ করছেন। তাকে মানায় না। তিনি তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বলেছেন। শুধু তাই নয়, খালেদার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকেও তিনি মুক্তিযোদ্ধা বলেছেন।


এদিকে রাজনীতিবিদরা তার বক্তব্যকে বিএনপিতে টিকে থাকার লড়াই হিসেবে দেখছেন। কারণ বিএনপির মতো রাজনৈতিক দলে টিকে থাকতে হলে দলের শীর্ষ নেতাদের তোষামোদ করতে হয়। সেজন্য তিনি তার বক্তব্যের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বানিয়েছেন।


মির্জা ফখরুলের অনেক কর্মকাণ্ডও প্রমাণ করেছে যে তিনি তার শিক্ষা ও নৈতিকতাকে গুলিয়ে ফেলেছেন। সাদা কালো বলতে ভুলে গেছেন।


বর্তমান সরকারের সবকিছুই তার কাছে কালো মনে হয়। সবকিছুর প্রতি তার এক ধরনের নেতিবাচক মনোভাব রয়েছে। লক্ষ্য করুন যে সম্প্রতি তিনি সবকিছুকে 'না' বলছেন। সংলাপে যাব না, নির্বাচনে যাব না, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাব না।


এ প্রসঙ্গে রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন, বিএনপির রাজনীতিতে পরিচিত ভদ্রলোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সম্পূর্ণ 'অশিক্ষিত রাজনীতিবিদ'। মহাসচিবের পথ ধরে রাখতে আত্মসম্মান বিকিয়ে দিয়েছেন। এই হৃদয়হীন নেতা খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলেছেন।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here