জাতিসংঘের পরামর্শদাতা কমিটির প্রধান হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন অ্যাঙ্গেলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

জাতিসংঘের পরামর্শদাতা কমিটির প্রধান হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন অ্যাঙ্গেলা





আন্তর্জাতিক ডেস্কঃ


জার্মানির   সাবেক   চ্যান্সেলার অ্যাঙ্গেলা  মের্কেলকে জাতিসংঘে উচ্চ পর্যায়ের পরামর্শদাতা কমিটির প্রধান হওয়ার  প্রস্তাব দেওয়া   হয়েছিলো, যা   তিনি ফিরিয়ে দিয়েছেন। মের্কেলের অফিস ও জাতিসংঘ সূত্র এ তথ্য জানিয়েছে। খবর ডয়চে ভেলের।


জানা গেছে, গত সপ্তাহে মের্কেল ফোনে গুতেরেসের সঙ্গে কথা বলেন।



তিনি সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানান এবং বলেন, ওই পদ তিনি নিতে পারছেন না। জাতিসংঘের সূত্র জানাচ্ছে, জানুয়ারি থেকে এই কমিটি কাজ শুরু করেছে। এটা গুতেরেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ কমিটি।

এই কমিটি গ্লোবাল পাবলিক গুডস চিহ্নিত করবে এবং কোন কোন ক্ষেত্রে সরকারগুলির আরো উন্নতি দরকার সেটাও জানাবে।



কীভাবে সরকারগুলো লক্ষ্যপূরণ করতে পারে, সেবিষয়েও কমিটি জানাবে বলে জাতিসংঘের 

সূত্র উদ্ধৃত করে জার্মানির মিডিয়া জানিয়েছে।

উল্লেখ্য, ১৬ বছর ধরে জার্মানির চ্যান্সেলার ছিলেন মের্কেল। ৬৭ বছর বয়সি এই রক্ষণশীল রাজনীতিক

 গত বছরের শেষে রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তিনি আর জাতীয় নির্বাচনে দাঁড়াননি।


অবসর নেয়ার আগে তিনি রাজনীতি-পরবর্তী সময় কীভাবে কাটাবেন, তা নিয়ে কোনো কথা বলেননি।

Post Top Ad

Responsive Ads Here